২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৮। কাঠের ঘোড়াটি পিজরাপোলের আসামির ন্যায় পড়ে ছিল কেন?
ক) অপুর পছন্দ নয় বলে
খ) অপুর আগ্রহ নেই বলে
গ) অপুর খেলা হয়েছে বলে
ঘ) পুরনো হয়ে গিয়েছে বলে
৯। সর্বজয়া কিসের বাটি হাতে দাঁড়িয়ে ছিল?
ক) ডালের খ) চালের
গ) তেলের ঘ) লবণের
১০। হরিহর দশঘরার কথা কাউকে বলতে নিষেধ করল কেন?
ক) প্রতিবেশীর ভয়ে
খ) পাওনাদারদের ভয়ে
গ) মজুমদারের ভয়ে
ঘ) ব্রাহ্মণদের ভয়ে
১১। ‘আপনারা আমাদের গুরুতুল্য লোক’ এখানে ‘গুরুতুল্য’ বলতে বোঝানো হয়েছে-
i) শিক্ষকের সমতুল্য
ii) বনেদি পরিবারের লোক
iii) পূজনীয় ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। সর্বজয়া হরিহরকে দশঘরায় গিয়ে বসবাস করতে অনুপ্রাণিত করেছে। কারণ-
র) হরিহরের অভাব দূর হবে
রর) হরিহর আর্থিক সুবিধা পাবে
ররর) হরিহর সম্মানের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। দুর্গা রাঙি গাইকে রাক্ষস বলেছে কেন?
ক) রাঙি গাই শাকসবজি খেয়ে নিয়েছে বলে
খ) রাঙি গাই ভাত খেয়ে নিয়েছে বলে
গ) রাঙি গাই রড়া ফলের বিচি খেয়েছে বলে
ঘ) রাঙি গাই আম খেয়ে নিয়েছে বলে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ছুটি গল্পের ফটিক ছিল দুরন্ত এক কিশোর। তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে ফটিক এক বিরূপ পরিবেশের সম্মুখীন হয় এবং একপর্যায়ে করুণ পরিণতি বরণ করে।
১৪। উদ্দীপকের ফটিক কোন দিক থেকে দুর্গার সাথে বৈসাদৃশ্যপূর্ণ?
ক) অবাধ্যতা খ) আচরণ
গ) দুরন্তপনা ঘ) পরিণতি
উত্তর : ৮.গ, ৯.ক, ১০.খ, ১১.খ, ১২.ঘ, ১৩.গ, ১৪.ঘ।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল